নানা আয়োজনে খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধ
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’- এই প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে শ্রেষ্ঠ মৎস্যচাষী ও মৎস্যজীবিদের ক্রেস্ট প্রদান ও উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেজাউল করিম, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবি ও মৎস্যচাষীগণ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও সংবাদকর্মীবৃন্দ।