সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

নামাজ পড়তে এসে ভ্যান হারানো প্রতিবন্ধী মোস্তাফিজুরের পাশে দাঁড়ানোর আহ্বান

প্রিয় পাঠক,
দৈনিক দেশমা অনলাইনে গত ২৯এপ্রিল “মসজিদে নামাজ পড়তে এসে ভ্যান হারিয়ে নির্বাক প্রতিবন্ধী মোস্তাফিজুর” শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। একই শিরোনামে পরের দিন প্রিন্ট সংস্করনেও আসে নিউজটি। নিউজটি শেয়ার করার পর থেকে অনেকে মোস্তাফিজুরকে সাহায্যের জন্য আগ্রহ দেখান। কিন্তু স্বচ্ছতার কারনে নিজে নিজে সেই উদ্যোগ গ্রহণ করিনি। বরং মসজিদের মুয়াজ্জিন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ, এসিল্যান্ড স্যার, ইউএনও স্যার সহ সবাইকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ করা হয়।
এরই মধ্যে এসিল্যান্ড স্যার ঢাকায় চলে যায়। ওসি সাহেব তার ব্যক্তিগত উদ্যোগে ব্যবসায়ী সমিতি সহ অনেকের সাথে যোগাযোগ করেন। ইউএনও স্যার বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন।

এদিকে ভ্যান হারানো মোস্তাফিজুর থানায় করা ভ্যান চুরির অভিযোগের কপি নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। ৬০ হাজার টাকা ঋণ নিয়ে কেনা উপার্জনের একমাত্র ভ্যান গাড়িটি হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন মোস্তাফিজুর রহমান। প্রতি সপ্তাহে ১১শ টাকা কিস্তি দিতে হয় তাকে। আবার ৪ জনের সংসারে একমাত্র উপার্জনকারী সে।  কাটাবাড়ী জামে মসজিদে এখনও এসে ভ্যানের অপেক্ষায় বসে থাকেন। বিষয়টি খুব গভীর ভাবে নাড়া দেয় মসজিদের মুসল্লিসহ সকলের।
গত শুক্রবার (২মে/২৫) জুমার নামাযে মসজিদে প্রতিবন্ধী মোস্তাফিজুরের ভ্যান হারানোর বিষয়ে আলোচনা হলে উপস্থিত মুসল্লিরা ১৫হাজার টাকা কালেকশন করেন। মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. নুরুল ইসলাম জানান, আগামী শুক্রবার আবারও সাহায্যের জন্য ঘোষণা দেওয়া হবে। মসজিদ কমিটির এই মহৎ উদ্যোগের সাথে একাত্মতা পোষণ করে দৈনিক দেশ মা পরিবারও অসহায় মোস্তাফিজুরের জন্য সাহায্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
যেহেতু নিউজ প্রকাশের পর অনেকে সরাসরি বা কমেন্টে বা ইনবক্সে সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেছেন, তারা সরাসরি বা বিকাশ/নগদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। স্বচ্ছতার জন্য সাহায্য পাঠানোর পর অবশ্যই ফোন করে বা ম্যাসেজে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, আইডি নাম, টাকার পরিমাণ জানিয়ে নিশ্চিত হবেন।
আপনার আমার অল্প অল্প সাহায্যে একজন প্রতিবন্ধীর মুখে হাসি ফুটলে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! তাই আসুন যার যা সাধ্যমত নামাজি প্রতিবন্ধী মোস্তাফিজুরের সাহায্যে এগিয়ে আসি। আগামি ১৫মে/২৫ এর মধ্যে অর্থ সংগ্রহ সাপেক্ষে একটি ভ্যান কিনে দেয়ার চেষ্টা করছি আমরা।

সাহায্য পাঠানোর ঠিকানা
হাফেজ মো. নুরুল ইসলাম
মুয়াজ্জিন, কাটাবাড়ী জামে মসজিদ
ফুলবাড়ী, দিনাজপুর।
নগদ ০১৭৪৭-৫৪৫৯১১।

মোকাররম হোসেন
ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি, দৈনিক আমার দেশ ও অনলাইন ইনচার্জ, দৈনিক দেশ মা।
গুপ্তা ম্যানসন, কাটাবাড়ী রোড
ফুলবাড়ী, দিনাজপুর।
বিকাশ/নগদ ০১৭৩৮-৩৮২৪১৭

Share This