রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

নামাজ পড়তে এসে ভ্যান হারানো সেই মোস্তাফিজুর পেল নতুন ভ্যান

 

নিজস্ব প্রতিবেদক
নামাজ পড়তে এসে ভ্যান হারানো সেই প্রতিবন্ধী মোস্তাফিজুর রহমান পেল নতুন ভ্যান। শনিবার (২৪মে) আছরের নামাজের পর তার হাতে নতুন ভ্যান তুলে দেয় কাঁটাবাড়ী জামে মসজিদের কমিটিসহ মুসল্লিরা। মসজিদ কমিটি এবং দৈনিক দেশমা পত্রিকার উদ্যোগে অর্থ সংগ্রহ করে এই ভ্যান ক্রয় করা হয়েছে।

এর আগে, গত ২৯ এপ্রিল দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার কাঁটাবাড়ী জামে মসজিদে প্রতিবন্ধী মোস্তাফিজুর তার উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান গাড়িটি তালাবদ্ধ করে মাগরিবের নামাজ পড়ার সময় তার ভ্যানটি চুরি হয়। নামাজ শেষে ভ্যান গাড়ি না পেয়ে নির্বাক হয়ে যায় মোস্তাফিজুর রহমান ফিজার। ঠিক মত কথাও বলতে পারেনা মোস্তাফিজুর। তার চোখে মুখে ছিলো কান্নার স্পষ্ট ছাপ। কিন্তু কান্নাও করতে পারছিল না।

এ সংক্রান্ত একটি সংবাদ ওই দিনই দৈনিক দেশ মা’র অনলাইনে ও পরের দিন প্রিন্ট সংস্করণে প্রকাশিত হলে অনেকে তার পাশে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করে। পরে মসজিদ কমিটি ও দৈনিক দেশ মা যৌথভাবে উদ্যোগ নেয়। এরপর ভ্যান হারানো মোস্তাফিজুরকে সাহায্যে আহ্বান জানিয়ে আরেকটি সংবাদ প্রকাশিত হয়। এসময় নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়সহ দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক সহৃদয়বান ব্যক্তি যোগাযোগ করেন ও অর্থ পাঠান। মূলত তাদের অর্থেই অসহায় মোস্তাফিজুরকে নতুন ভ্যান তুলে দেয়া সম্ভব হয়েছে।

জানা যায়, মোস্তাফিজুর রহমান উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতনবন্দর এলাকার আমিনুল ইসলামের ছেলে। ছোট বেলা থেকে সে মৃগী রোগী। তার উপার্জনেই চলে অভাবের সংসার। কয়েক বছর আগে তার বোন আত্মহত্যা করলে তার ভাগ্নিও তাদের সাথেই থাকে। বিয়ে করলেও নানা অযুহাতে বউ চলে গেছে তার। সংসারে রুটি রুজির একমাত্র মাধ্যম ছিলো ওই ভ্যান গাড়িটি।

ভ্যান হস্তান্তরের সময় সংক্ষিপ্ত বক্তবে কাঁটাবাড়ী জামে মসজিদের ইমাম মো. নাজিমুদ্দিন বলেন, মোস্তাফিজুর খুবই অসহায় ও প্রতিবন্ধী একটা ছেলে। তাকে দেখে যে কারও মায়া লাগবে। অসহায় ছেলেটি নামাজ পড়তে এসে ভ্যান হারিয়ে কান্না করছিলো। তা দেখে মসজিদের অনেকে তাকে সাহায্য করার আগ্রহ দেখায়। পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিভিন্ন জায়গা থেকে সাড়াও পাওয়া যায়। অবশেষে দৈনিক দেশ মা’র পাঠক, মসজিদের মুসল্লি, স্থানীয় সহৃদয়বান ব্যক্তিরা এগিয়ে এলে সবার সহযোগিতায় ৭৫ হাজার টাকা ব্যয়ে তাকে এই ভ্যান গাড়িটি উপহার দেওয়া হল।

এসময় উপস্থিত ছিলেন কাঁটাবাড়ী জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মহসিন আলী সরকার, ক্যাশিয়ার আমিনুল ইসলাম, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুল হক, গণমাধ্যম কর্মী আশরাফ পারভেজ, মসজিদের মুয়াজ্জিন নূর ইসলাম, মুসল্লিদের মধ্যে গোলাম মোস্তফা, মঞ্জুরুল ইসলাম ব্রিটিশ, নুরনবী সরকার সহ অনেকে। ভ্যানের চাবি তুলে দেয়ার পর ভ্যান চোরের হেদায়াত ও ভ্যান ক্রয়ে সহযোগিতাকারী সবার জন্য দোআ করা হয়। দোআ পরিচালনা করেন মসজিদের ইমাম মো. নাজিমুদ্দিন।

এদিকে নতুন ভ্যান পেয়ে খুশিতে ছল ছল হয়ে ওঠে মোস্তাফিজুরের চোখ। অগোছালো ভাবে বলেন, প্রতিদিন সকালে বের হয়ে পথে পথে হারানো ভ্যানটি খুঁজেছেন। থানায় অভিযোগ দিয়েও ভ্যান পাওয়া যায়নি। যাদের সাহায্যে এই ভ্যান পেয়েছেন নামাজে বসে তাদের জন্য দোআ করবেন।

Share This