
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর-৬ (নবাবগঞ্জ,বিরামপুর,হাকিমপুর,ঘোড়াঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন নবাবগঞ্জ উপজেলায় গণসংযোগ করেছে।
আজ বুধবার দুপুর ১২ টা থেকে তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে তার পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন।
এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ভাদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক নুরু, ইউনিয়ন যুবদল সভাপতি কবিরুল ইসলাম কবির, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আল মামুন, ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ আতিফ, সাধারন সম্পাদক যুবায়ের আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।