বুধবার, ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নিষিদ্ধ ঘোষিত আকাশমনির চারা রোপন করছে বনবিভাগ

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে বিরামপুরে খোদ বনবিভাগই রোপন করছে নিষিদ্ধ আকাশমনি গাছের চারা। উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছে।
দিনাজপুর বনবিভাগের অধীন চরকাই রেঞ্জে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দূর্গাপুর এবং জোতবানী ইউনিয়নের কচুয়া মির্জাপুরে বনে সরেজমিনে গিয়ে দেখা গেছে কিছুদিন থেকে বনবিভাগ বনায়নের জন্য হাজার হাজার আকাশমনির চারা রোপন করছে। বিষয়টি নিয়ে জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, সরকার আকাশমনি এবং ইউক্যালিপটাস গাছে চারা রোপন উৎপাদন এবং বিক্রয় নিষিদ্ধ করেছে। অথচ খোদ সরকারের লোক হয়ে বনবিভাগ কিভাবে নিষিদ্ধ গাছের চারা রোপন করছে?
গতকাল সোমবার সরেজমিনে দুর্গাপুরে বনবিভাগ কর্তৃক আকাশমনির চারা রোপনের সময় গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত হয়। এরপর কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় কে অবহিত করা হলে তিনি একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠান। এ সময় বনবিভাগের লোকজন কিছু আকাশমনির লাগানো চারা উপড়ে ফেলেন।
এ বিষয়ে চরকাই রেঞ্জের দায়িত্বরত বিট কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, আপনারা যত খুশি নিউজ করেন। রেঞ্জ কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, বনে ঢুকতে হলে এবং রেঞ্জ কার্যালয়ে যেতে হলে বনবিভাগের অনুমতি নিতে হয়। আপনারা অনুমতি ছাড়া বনে গিয়েছেন।
পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা রোপন, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে গত ১৫ মে সরকার প্রজ্ঞাপন জারি করে।

Share This