সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নেপালে ‘আন্তর্জাতিক আর্ট এক্সিবিশনে’ সুযোগ পেলেন দিনাজপুরের চিন্ময়

দিনাজপুর প্রতিনিধি
আগামী ২২ হতে ২৭ জানুয়ারি পর্যন্ত নেপালের কাঠমন্ডুতে “আন্তর্জাতিক আর্ট এক্সিবিশন-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেপাল আর্ট এক্সপোতে এবার বিশ্বের ৫৭টি দেশের ২০৬৫ জন চিত্র শিল্পী ও ভাস্করদের অংশ নেয়ার কথা রয়েছে। শিক্ষার্থী ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (ভাস্কর্য) শিক্ষার্থী দিনাজপুরের চিন্ময় ঘোষ ওই এক্সপোতে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন।
নেপাল আর্ট কাউন্সিল এর পক্ষ হতে জানানো হয়েছে, এই এক্সপোতে বিভিন্ন দেশের খ্যাতনামা প্রতিষ্ঠিত শিল্পীরা যেমন যোগ দেবেন, পাশাপাশি ভিন্ন ভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অংশীজন হওয়ার সুযোগ থাকছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দেশের খ্যাতনামা শিল্পীসহ ৬৫ জন নেপালের এক্সপোতে অংশ নিচ্ছেন।
বাংলাদেশ প্রতিনিধি দল পর্যায়ক্রমে আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) হতে কাঠমান্ডু’র এক্সপোতে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ শুরু করবেন। পাঁচদিনব্যাপী এক্সপোতে অংশীজন শিল্পীদের গ্রুপ ভিত্তিক আলোচনা, স্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে উৎসবের আনন্দ উপভোগসহ নানা কর্মসুচি অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (ভাস্কর্য) শিক্ষার্থী চিন্ময় ঘোষ দিনাজপুরের বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক আজকের দেশবার্তা’র সম্পাদক চিত্ত ঘোষ এর বড় ছেলে।

Share This