নৈতিকতা মেনে সংবাদ পরিবেশনের শপথ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় পল্লীশ্রী মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফেডারেশন যুব ফোরাম সদস্যদের নিয়ে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে বেসরকারি প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ।
কর্মশালায় সভাপতিত্ব করেন আরডিআরএসের প্রজেক্ট কোঅর্ডিনেটর মতিউর রহমান। কর্মশালার উদ্বোধন করেন আরডিআরএস এর মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স এর কোঅর্ডিনেটর আশাফা সেলিম। কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষক হিসেবে আলোচনায় অংশ নেন লেখক ও দৈনিক দেশবার্তার দিনাজপুর প্রতিনিধি আজহারুল আজাদ, দৈনিক উত্তরার প্রতিনিধি কাশি কুমার দাস, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি মুফাচ্ছিরুল রাশেদ, প্রথম আলোর প্রতিনিধি শৈশব রাজু।
আলোচনাকালে বক্তারা বলেন, যে কোন কৌতুহল উদ্দিপক ঘটনাই সংবাদ। আর এসব ঘটনা যিনি বিভিন্ন গণ মাধ্যমে প্রকাশ করেন তিনি সাংবাদিক। তবে অবশ্যই সাংবাদিকতা কিংবা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যবাদিতা, নিরপেক্ষতা, নির্ভুলতা, বস্তুনিষ্ঠতার দিকে লক্ষ্য রাখতে হবে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে তথ্যপ্রাপ্তি অনেক সহজতর হয়েছে। সেজন্য তথ্যের সঠিকতা যাচাইয়ে একজন সাংবাদিককে একাধিক সূত্রের মাধ্যমে খোঁজ নিতে হবে।
এছাড়াও বক্তারা সংবাদ, সাংবাদিকতা, সাংবাদিকতার নীতিমালা সম্পর্কে ধারণা ও কৌশল সম্পর্কে আলোচনা করেন।
এ বিষয়ে আয়োজনকারী প্রতিষ্ঠান আরডিআরিএস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের সিডিএস সুমিত্র কুমার সরকার বলেন, •আরডিআরএস সারাদেশে যুবকদের আত্মিক উন্নয়ন, সমাজে যুবকদের ভূমিকা ও সামাজিক সাংস্কৃতিক কাজে অংশগ্রহণ বাড়াতে বিগত ৮ বছর ধরে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত প্রায় ১০০টি কর্মশালার আয়োজন করা হয়েছে। যার মাধ্যমে যুবকরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছে। আরডিআরএস বাংলাদেশ নিজস্ব উদ্যোগে এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখছে।