প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১২:৩৫ অপরাহ্ণ
পঞ্চগড়ে আমনের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি কৃষক
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের পাশাপাশি দাম ভালো পাওয়ায় চাষিরা এবার খুশি।
সদর উপজেলার মাগুড়া প্রধান পাড়া গ্রামের কৃষক আলম বলেন, প্রতি বিঘা জমিতে ধানের ফলন হয়েছে ১৮ থেকে ২০ মন। বীজ বপন থেকে রোপন ও মারাই পর্যন্ত প্রতি বিঘায় জমি চাষ থেকে শুরু করে বীজ, সার, কীটনাশক, ক্ষেত থেকে ধান আনা ও মাড়াই পর্যন্ত সব মিলিয়ে খরচ প্রায় ১৫ থেকে ১৬ হাজার টাকা। ১৩০০ টাকা মন ধরে ১ বিঘা জমিতে ধান বিক্রি হবে প্রায় ২৬ হাজার টাকার। খরচ বাদে প্রতি বিঘায় ৫ থেকে ৬ হাজার টাকা লাভ বলে তিনি আশা করেন।
সাহাজী পাড়া গ্রামের কৃষক মিজানুর বলেন, আমি ৫ বিঘা জমিতে ধানের আবাদ করেছি। এবার আবহাওয়া ভালো থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারেও দাম ভালো।
সদর উপজেলার দলুয়া বাজারের ধান ব্যবসায়ী আনিস বলেন, প্রতি মন ধান ১৩০০ টাকা থেকে ১৩২০ টাকা পর্যন্ত মন দরে কিনছি।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার সাদেক বলেন চলতি মৌসুমে পঞ্চগড় জেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে আমনের লক্ষ্যমাত্রা ছিল ১ লক্ষ ২৫ হেক্টর। অর্জিত হয়েছে ১ লক্ষ ৩০ হেক্টর। সবচেয়ে বেশি আমন আবাদ হয়েছে বোদা উপজেলায়। সেখানে ২৪ হাজার ৩০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। পঞ্চগড়ে এবার ব্রিধান ৯৩,৯৫,৮৭,৫১,৫৬,স্বর্ণা এবং হাইব্রিড ধানের আবাদ বেশি হয়েছে। চলতি মৌসুমে পঞ্চগড় জেলায় রোপা আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৩ লক্ষ ৪৬ হাজার ৩৪৩ মেট্রিক টন। গত বছর উৎপাদন হয়েছিল ৩ লক্ষ ৪৫ হাজার ৬২২ মেট্রিক টন।
Copyright © 2024 Daily Deshmaa. All rights reserved.