পঞ্চগড়ে গুম ও হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রীর জামিন নামঞ্জুর
পঞ্চগড় সংবাদদাতা
পঞ্চগড়ের সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে গুম ও হত্যার একটি মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রবিবার সকালে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করলে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। তবে বিচারক জামিন না মঞ্জুর করে ডিভিশন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে জানা যায়, আল আমিন নামের এক রিকশাচালককে গুম করে হত্যা মামলায় সাবেক মন্ত্রীকে হুকুমদাতা হিসেবে শোন এরেস্ট দেখানো হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একদল দুর্বৃত্ত আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। হামলার পর তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, এরপর থেকে তার কোনো সন্ধান মেলেনি। আল আমিনের বাবা মনু ১০ নভেম্বর পঞ্চগড় সদর থানায় মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আদম সুফি জানান, “ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী আল আমিনকে হত্যা করা হয়েছে। আদালত আসামির জামিন নামঞ্জুর করেছে। আমরা রিমান্ড আবেদন করব।”
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন বলেন, “জামিন আবেদন করা হলে আদালত তা না মঞ্জুর করেন। তবে ডিভিশন মঞ্জুর করেছেন।”
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে এই মামলায় আইনি লড়াই চলবে। বাদীপক্ষ রিমান্ড আবেদন করবে বলে জানিয়েছে। ছাত্র আন্দোলনের কর্মীর হত্যাকাণ্ডে দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছে স্থানীয় জনসাধারণ।