পঞ্চগড়ে জাগপার গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল

পঞ্চগড় প্রতিনিধি
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
তারই অংশ হিসেবে মাসব্যাপী কর্মসূচির ২৯তম দিন আজ আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের চৌরঙ্গী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা হয়। পঞ্চগড় সিনেমা হল রোড, চৌরঙ্গী মোড়, আদালত চত্বর, তেঁতুলিয়া রোড এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি। উক্ত পথসভায় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা জাগপা সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, পঞ্চগড় জেলা নেতা আনোয়ারুল ইসলাম, আনোয়ার হোসেন, নাজমুল হক, জেলা যুব নেতা কামরুজ্জামান কুয়েত, মোকছেদুল ইসলাম, জেলা শ্রমিক নেতা মানিক হোসেন, মো: তসলিম, জেলা জাগপা ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।