পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের মোমিন পাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা এবং বাংলাদেশ বিরোধী মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে পঞ্চগড়ে প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাগপা।
আজ শনিবার বিকেলে জেলা শহরের বকুলতলাস্থ জেলা জাগপা কার্যালয় থেকে প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সমাবেশে বক্তব্য দেন জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহ সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, প্রচার সম্পাদক আব্দুল খালেক, সদর উপজেলা জাগপা সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুব জাগপা নেতা কামারুজ্জামান কুয়েত।
এ সময় বক্তারা বলেন, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা মোমিন পাড়া সীমান্তে আমার দেশের নাগরিক আনোয়ার হোসেন নামক এক যুবক কে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করেছে। এছাড়া গত কয়েক মাস পূর্বে তেঁতুলিয়া উপজেলার খয়খাট পাড়া সীমান্তে একজন বাংলাদেশী যুবককে বিএসএফ গুলি করে হত্যা করেছিল। তখন জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান এর নেতৃতে খয়খাট সীমান্ত অভিমুখে গণমিছিলের যাত্রা করেছিলাম। কিন্তু পুলিশি বাঁধার কারণে সীমান্তে যেতে পারি নাই।
পথিমধ্যে প্রতিবাদ সমাবেশ করে ফিরে এসেছি। তার পর ও তাঁদের গুলি থামেনি। ভারতীয় বিএসএফ গত সাত বছরে ২০১ জন বাংলাদেশি নাগরিককে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমার দেশের সরকার যখন প্রতিবাদ করতে যায় প্রতিবারই কারন হিসেবে ভারতীয় বিএসএফ জানায় স্থানীয় বাংলাদেশী নাগরিক তাদের ওপর হামলা করার কারণে তারা আত্মরক্ষার জন্য গুলি ছোড়ে।
অথচ নিরস্ত্র মানুষ কিভাবে তাদের উপর হামলা করে এর জবাব তারা দিতে পারে নাই। তাই বৈষম্য বিরোধী আন্দোলনের পর ছাত্র জনতার নতুন বাংলাদেশে ভারতের আর কোন আগ্রাসন মেনে নেয়া হবে না।