পঞ্চগড়ে দুই মাথাওয়ালা শিশুর জন্ম, দেড়ঘন্টা পর মৃত্যু

পঞ্চগড় সংবাদদাতা
পঞ্চগড়ে বিরল এক ঘটনার জন্ম দিয়েছে এক নবজাতক। আধুনিক সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয়া এক শিশুর ছিল দুটি মাথা। তবে জন্মের দেড় ঘণ্টা পরই মৃত্যুবরণ করে শিশুটি।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায়। পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় প্রধানপাড়া এলাকার চা-শ্রমিক মাজেদুল ইসলামের স্ত্রী সুরভী আক্তার অস্ত্রোপচারের মাধ্যমে এই শিশুর জন্ম দেন। এটি ছিল তাদের প্রথম সন্তান।
শিশুটির বাবা ও নানা জানান, গর্ভাবস্থায় আল্ট্রাসনোগ্রামে দুটি শিশু রয়েছে বলে জানানো হয়েছিল। কিন্তু জন্মের পর দেখা যায়, এটি একটি শিশু হলেও তার দুটি মাথা রয়েছে।
হাসপাতালের সহকারী সার্জন ডা. নাছরিন পারভিন বলেন, “পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এ ধরনের ঘটনা এটিই প্রথম। শিশুটির দুটি মাথা থাকায় বের করতে কিছুটা জটিলতা হয়েছে, তবে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।”
হাসপাতালের চিকিৎসক ডা. আবু সায়েম জানান, শিশুটির দুটি মাথায় স্বাভাবিকভাবে নাক, কান, মুখ ও চোখ ছিল। তবে শরীরে ছিল একটি পেট, দুটি হাত ও দুটি পা। পরীক্ষায় দেখা যায়, দুই পাশেই হৃদপিণ্ডের অস্তিত্ব রয়েছে।
শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন জানান, জন্মের দেড় ঘণ্টা পর শিশুটির মৃত্যু হয়।