পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে পৌর বিএনপির নতুন কমিটি গঠনের আনন্দে মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। আজ বুধবার রাতে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
মিছিল শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত নেতাকর্মীরা নতুন কমিটির আহ্বায়ক আলহাজ্ব মো. তৌহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টি বিতরণ করেন।
আলোচনা সভায় নতুন কমিটির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রনিক, হাসিনুর রহমান, আবু তাহের, হায়াতুনসহ পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৩ নভেম্বর জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের অনুমোদনে ৩১ সদস্য বিশিষ্ট পঞ্চগড় পৌর বিএনপির নতুন কমিটি গঠিত হয়। কমিটিতে তৌহিদুল ইসলামকে আহ্বায়ক এবং এডভোকেট আব্দুল বারীকে সদস্য সচিব মনোনীত করা হয় নতুন কমিটি গঠনের মাধ্যমে পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতাকর্মীরা। দলীয় ঐক্য ও লক্ষ্য অর্জনে সবাই একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।