পঞ্চগড়ে প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি
সকল প্রতিবন্ধী বিদ্যালয়কে সরকারিভাবে স্বীকৃতি এবং এমপিওভুক্ত করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মরিয়ম আক্তার, আব্দুল মজিদ, মনিরা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত বিশেষ বিদ্যালয়গুলো দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ২০১৯ সালের ২০ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে স্বীকৃতি ও এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু হলেও এখনো অনেক প্রতিষ্ঠান পিছিয়ে আছে।
পঞ্চগড় জেলার ২৫টি প্রতিষ্ঠান থেকে আবেদন করা হয়, যার মধ্যে ১৮টি আবেদন প্রাথমিকভাবে গৃহীত হয়। তবে ‘ক’ শ্রেণিভুক্ত বিদ্যালয়গুলোর পরিদর্শন এখনো অত্যন্ত ধীরগতিতে চলছে। এতে সাড়ে সাতশত শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন বলে বক্তারা অভিযোগ করেন।
মানববন্ধন শেষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করতে এসব বিশেষ বিদ্যালয় গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘসূত্রতা ও অবহেলা সংশ্লিষ্টদের হতাশ করছে। দ্রুত স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবি জানাচ্ছে শিক্ষক সমাজ