পঞ্চগড়ে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা


পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজে বই বিতরণ করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনে নতুন বই শিক্ষার্থীদের আনন্দের মাত্রা বাড়িয়েছে কয়েকগুণ। নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত বই বিতরণ করেন পঞ্চগড়ের পুলিশ সুপার ও শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের সভাপতি মো. রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান।
