পঞ্চগড়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি- এই স্লোগান সামনে রেখে-পঞ্চগড়ে শুরু হয়েছে সাত দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা।
বৃহস্পতিবার বিকালে পঞ্চগড় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। পরে অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, সহকারী বন সংরক্ষক নুরুন্নাহারসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের বৃক্ষমেলায় ফলদ, বনজ, ঔষধীসহ নানা ধরণের গাছের ৩৪ টি নার্সারির স্টল অংশ নেয়।