সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে বৈষম্যহীন দেশ গড়তে আলোচনা সভা

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে তারুণ্য নির্ভর বৈষম্যহীন জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে মকবুলার রহমান সরকারি কলেজের হল রুমে এ সভা আয়োজন করে জেলা তথ্য অফিস।
জেলা তথ্য অফিসার আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এর আওতায় তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্তে জনসমাপৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ্য জাহাঙ্গীর আলম।
শিক্ষার্থীসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রিয়াজুল ইসলাম, এহতেশামুল হক, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুর রশিদ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি সরকার হায়দার। বক্তারা নতুন বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেয়ার আহ্বান জানান।

Share This