সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে যানজট নিরসনে স্বেচ্ছাসেবী ট্রাফিক ব্যবস্থা চালু

পঞ্চগড় সংবাদদাতা
দীর্ঘদিন ধরে পঞ্চগড় শহরে অবৈধ যানবাহনের চলাচল এবং যানজটের কারণে সড়কে বিশৃঙ্খলা বিরাজ করছিল। এ সমস্যার সমাধানে জেলা প্রশাসন “ট্রাফিক আইন মানবো, সুশৃঙ্খল পঞ্চগড় গড়বো” স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে।
আজ রোববার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্বেচ্ছাসেবীদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন এবং ট্রাফিক পরিদর্শক চন্দন কুমার।
স্বেচ্ছাসেবী ট্রাফিক ব্যবস্থার আওতায় শহরের গুরুত্বপূর্ণ চারটি পয়েন্টে স্বেচ্ছাসেবীরা ট্রাফিক পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করবেন। প্রশিক্ষণ পাওয়া ৪০ জন স্বেচ্ছাসেবী তিনটি শিফটে কাজ করবেন। প্রথম শিফট সকাল ৮টা থেকে দুপুর ১২টা, দ্বিতীয় শিফট দুপুর ১২টা থেকে বিকেল ৪টা এবং তৃতীয় শিফট বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রতিটি পয়েন্টে আটজন করে স্বেচ্ছাসেবী থাকবে।
স্বেচ্ছাসেবীদের জন্য লাল পোশাক এবং বাঁশি সরবরাহ করা হয়েছে। পঞ্চগড় পৌরসভার অর্থায়নে পোশাক সরবরাহ করা হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতিদিন আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।
জেলা প্রশাসক সাবেত আলী জানান, যানজট সমস্যাকে শহরের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সমস্যা নিরসনে গত এক মাস ধরে পরিবহন সংশ্লিষ্ট শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়। তিনি আশা প্রকাশ করেন যে, ট্রাফিক পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় শহরের যানজট এবং বিশৃঙ্খল পরিবেশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
পঞ্চগড় জেলা প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয় এবং সময়োপযোগী। স্বেচ্ছাসেবী ট্রাফিক ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন শহরের যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Share This