পঞ্চগড়ে সরিষার ফলন ভালো, বেশি দামের আশায় চাষী

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। বাজারে সরিষার দাম ভালো পাওয়ায় চাষীদের মুখে ফুটে উঠেছে আনন্দের ঝিলিক। পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছর জেলায় ৮ হাজার ৫’শ ৮৮ হেক্টর জমিতে দেশীয় সরিষার পাশাপাশি বারি-৯, বারি-১১ এবং বারি-১৪ জাতের সরিষা আবাদ করা হয়েছে।
চিকন মাটিগ্রামের কৃষক আবু হানিফ বলেন, চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় সরিষার ফলন ভালো হয়েছে। তিনি এবার এক একর জমিতে বারি-১৪ জাতের সরিষার আবাদ করে ১৫ মন সরিষা উৎপাদন করেছেন। তিনি বলেন, এক একর জমিতে ১৫ হাজার টাকা লগ্নি করে প্রায় চল্লিশ হাজার টাকার সরিষা বিক্রি করেছেন।
জেলার সরিষা ব্যবসায়ীরা বলছেন, মানভেদে প্রতিমণ কাঁচা সরিষা ২ হাজার ৫’শ টাকা থেকে ২ হাজার ৭’শ টাকা দরে বেচাকেনা হচ্ছে।
সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের খালপাড়া গ্রামের কৃষক কামাল বলেন, আমি ৫ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। ৫বিঘায় সরিষা হয়েছে ২৩ মণ। আমি ৩ হাজার টাকা মন দরে সরিষা বিক্রি করেছি। তবে খুব বেশি লাভ হয়নি। তবে দাম আরো বাড়লে আমরা আরো বেশি লাভবান হব।
সরিষা ব্যবসায়ী মহিদুল বলেন, এর আগে প্রতি মন সরিষা ২৮’শ থেকে ৩ হাজার টাকা মন ধরে কিনেছি। বর্তমানে বাজারে আমদানি কম। পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মতিন এ প্রতিবেদককে জানান, চলতি মৌসুমে জেলায় সাড়ে ৯ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরাহলে ও আলুর আবাদ বেশি হওয়ায় সরিষার আবাদ সামান্য কম হয়েছে। আবহাওয়া ভালো থাকায় উৎপাদিত সরিষার ফলন ও মান ভালো হয়েছে। তিনি আরও বলেন, সরিষা সংগ্রহের পর একই জমিতে চাষীরা ইরি, বোরো, বাদাম, ভুট্টাসহ অন্যান্য ফসল চাষ করতে পারে। তাছাড়া সরিষা চাষের জন্য বাড়তি পরিশ্রম ও রোগ বালাই তেমন না থাকায় চাষীরা লাভবান হচ্ছে।