পঞ্চগড়ে সাত হাজার শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব
পঞ্চগড় প্রতিনিধি
শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগিতায় পঞ্চগড়ে সাত হাজার শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে শিশুস্বর্গ ফাউন্ডেশন পঞ্চগড়ের আয়োজনে এ শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এভারেস্ট প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মজিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এস.এম শফিকুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), বিশেষ অতিথির বক্তব্য দেন এভারেস্ট ফার্মাসিউটিক্যালস ডিরেক্টর অঞ্জন মল্লিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন
চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) দিলারা আলো।
স্বাগত বক্তব্য দেন শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমদ কবীর আকন্দ।
এ সময় ৮টি বিদ্যালয়ের ১২৭১ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, হুডি(সোয়েটার),খাতা, পেন্সিল ও কলম উপহার দেয়া হয়।