প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৪, ১২:৫৮ অপরাহ্ণ
পঞ্চগড় প্রতিনিধি সাইফুল আলম বাবু পরলোকগমন
পঞ্চগড় প্রতিনিধি
কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে দিগন্ত টিভির পঞ্চগড় প্রতিনিধি সাইফুল আলম বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাবু পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রতিষ্ঠাকাল থেকে দৈনিক কালের কণ্ঠ, বিডি নিউজ, দিগন্ত টিভিসহ দেশের শীর্ষ গণমাধ্যমে পঞ্চগড় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
তার মৃত্যুতে স্ত্রী, এক মেয়ে, ও এক ছেলে শোকসন্তপ্ত পরিবারে রয়েছেন। মেয়ে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ছেলে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে। দীর্ঘ অসুস্থতার কারণে বাবু অনেক কষ্টে দিন কাটাচ্ছিলেন। চিকিৎসার খরচ বহন করতে গিয়ে তিনি তার পরিবারের শেষ সম্বল, কামাতপাড়া মহল্লার ছয় শতক ভিটেমাটিও বিক্রি করতে বাধ্য হন।
সাইফুল আলম বাবু ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক। তার অকাল মৃত্যু পঞ্চগড়ের গণমাধ্যম জগতে শূন্যতার সৃষ্টি করেছে।
Copyright © 2024 Daily Deshmaa. All rights reserved.