শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পদ ফিরে পাওয়ায় বিএনপি নেতা খুরশিদ আলম মতিকে গণসংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ ফিরে পাওয়ায় অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে গণসংবর্ধনা প্রদান করেছেন স্থানীয় নেতাকর্মীরা। আজ বুধবার সন্ধায় স্থানীয় নিমতলা মোড়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার একেএম কামরুজ্জামান ও ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ অলম লিটন।
এতে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীসহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, কৃষকদলের নেতৃবৃন্দগণ।
এরআগে দুপুর দুইটায় ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি ঢাকা থেকে সৈয়দপুর বিমান বন্দরে পৌঁছালে তাকে বরণ করতে হাজার হাজার কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন।
এরপর এক বিশাল মটরসাইকেল শোভা যাত্রা দিয়ে তাকে ফুলবাড়ীতে নিয়ে আসা হয়। ফুলবাড়ী পৌর শহরের উর্বশী মোড়ে এক খোলা মঞ্চে তাকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
নেতা-কর্মীরা জানায়, অধ্যক্ষ খুরশিদ আলম মতি ফুলবাড়ী উপজেলা বিএনপির অভিভাবক, তাকে পদচ্যুত করায় নেতা-কর্মীরা অভিভাবকহীন হয়ে পড়েছিল। দির্ঘদিন পর পদ ফিরে পাওয়ায় সেই অভিভাবককে ফিরে পেয়েছে তারা।
এদিকে নেতা-কর্মীদের পাশাপাশি, এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ সাধারণ মানুষেরও ঢল নামে। তারা বলেন, অধ্যক্ষ খুরশিদ আলম মতি শুধু বিএনপির নেতা নয়, এ অঞ্চলের সাধারন মানুষেরও অভিভাবক। এতোদিন তারা অভিভাবকহীন হয়ে পড়েছিল। এখন সেই অভিভাবককে ফিরে পেয়ে তারা আনন্দিত। দির্ঘ পাঁচ বছর পর সভাপতির পদ ফিরে পাওয়ার পর বুধবার তিনি বাড়ি ফিরলে তাঁকে বরণ করতে নেতা-কর্মীদের এ ঢল নামে।
এর আগে গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক চিঠিতে অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি পদে বহাল করা হয়।

Share This