সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী বাইসাইকেল র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
পরিবেশ রক্ষায় বাইসাইকেল র‌্যালির মাধ্যমে সারাদেশে জনসচেতনতা মূলক প্রচার শুরু করেছেন ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ। গত ১৫ নভেম্বর পঞ্চগড় থেকে ৬ সদস্যের একটি টিম নিয়ে এ যাত্রা শুরু করেন তারা।
এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ পঞ্চগড় থেকে বাইসাইকেল যোগে তাদের যাত্রা শুরু করে ফুলবাড়ী পৌর শহরে এসে কিছুক্ষন যাত্রা বিরতি করে প্রচারনা করেন। এসময় শহীদ মিনারে গিয়ে ২০০৬ সালে ২৬শে আগষ্ট ফুলবাড়ী উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তারা। ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ এর এডমিন শামীম মাশুক আলম বলেন, বাংলাদেশের পরিবেশ রক্ষায় আমরা এই কার্যক্রম শুরু করেছি। পরিবেশ রক্ষা করতে হলে সাধারণ জনগনকে সচেতন হতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে, যেখানে সেখানে পলিথিন ফেলে রাখা যাবে না এবং পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে। আমরা বাইসাকেল র‌্যালির মাধ্যমে দেশের ৬৪ জেলায় জনসচেতনতা মূলক প্রচার করার লক্ষ্যে যাত্রা শুরু করেছি।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রকাশক এসএম নুরুজ্জামান জামান, ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ এর সদস্য বোরহান উদ্দীন, অর্নব কুমার রায়, মং মিউনাই।

Share This