প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ১:৩৬ অপরাহ্ণ
পলাশবাড়ীতে অবৈধ কয়লার কারখানা গুড়িয়ে দিলো প্রশাসন
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে অবৈধভাবে গড়ে উঠা "কাঠ পুড়িয়ে কয়লা তৈরি অবৈধ কারখানার চুল্লি গুলো ভেঙ্গে গুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর।
আজ বুধবার সকালে পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অভিযান চালিয়ে কারখানাটির চুল্লিসহ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের গাইবান্ধার পরিদর্শক শের আলী ও থানা পুলিশের একটি টিমসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার জানান,অভিযানের সময় কারখানার সংশ্লিষ্টরা পালিয়ে যায়। কাউকে না পাওয়ায় জেল জরিমানা করা সম্ভব হয়নি তবে কারখানার চুল্লি গুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।
Copyright © 2024 Daily Deshmaa. All rights reserved.