প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৪, ১:৩২ অপরাহ্ণ
পাঁচবিবিতে অনানুষ্ঠানিকভাবে খাদ্যগুদামে আমন ধান চাল সংগ্রহ শুরু
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারি খাদ্য গুদামে চলতি আমন মৌসুমে অনানুষ্ঠানিকভাবে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা খাদ্য গুদাম চত্ত্বরে একার্যক্রমের উদ্বোধন করা হয় । এবার উপজেলার ৪টি আটো রাইস ও ৫৬ টি হ্যাসকিং মিলের সাথে ৩ হাজার ৫৭৮ মে. টন চাল দেওয়ার চুক্তিবদ্ধ হয়েছে।
অনানুষ্ঠানিক এ উদ্বোধনে উপস্থিত ছিলেন- এল.এস.ডি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সাহানাচ পারভীন, এনবি অটো মিলের স্বত্ত্বাধীকারী শরিফুল ইসলাম বাবু, সাথী চাউল কল মালিক আইয়ুব হোসেন, এন এম অটো রাইস মিল স্বত্ত্বাধীকারী নবিউল ইসলাম, মন্ডল অটো রাইস মিলের প্রতিনিধি মোফাজ্জল হোসেন প্রমুখ।
খাদ্যগুদাম সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৪৭ টাকা কেজি দরে হাজার ৫৭৮ মে. টন চাল এবং ৩৩ টাকা কেজি দরে ১ হাজার ৩৫৩ মে. টন ধান ক্রয় করা হবে। ক্রয় কার্যক্রম আগামী ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
শরিফুল ইসলাম বাবু ও আইয়ুব হোসেন বলেন, বর্তমান বাজার দরের চেয়ে সরকারের বেঁধে দেয়া মুল্যে চাল সরবরাহ করতে গিয়ে দেশের স্বার্থ বিবেচনা করে তাদের কেজি প্রতি চালে তিন টাকা করে লোকসান দিয়ে গুদামে সরবরাহ করছেন । এছাড়া বাজার দরের তুলনায় সরকারি ভাবে ধানের মূল্য কম হওয়ায় এবারও ধান ক্রয়ের লক্ষ্য মাত্রা ব্যহত হতে পারে বলে তারা মনে করছেন ।
Copyright © 2024 Daily Deshmaa. All rights reserved.