প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৪, ২:২৫ অপরাহ্ণ
পাঁচবিবিতে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার সকাল ১১টায় ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মো. আবু সুফিয়ান (মুক্তার) এর সভাপতিত্বে ও অত্র স্কুলের উপাধ্যক্ষ পারুল রানীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখের পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. সুজাউল করিম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের সিনিয়র শিক্ষিকা নাহিদা খাতুন, জুনিয়র শিক্ষিকা রিনা আক্তার ও রাহিমা খাতুন, বিদায়ী শিক্ষার্থী মামুনি মাহাতো ও মিফতাহুল জান্নাত মিতু। শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
Copyright © 2024 Daily Deshmaa. All rights reserved.