
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার আইন শৃংখলা বিষয়ে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবাইদুর রহমান, আটাপুর ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু, বালিঘাটা ইউপির বিচারকি ক্ষমতাপ্রাপ্ত ইউপি সদস্য রাশেদ, দারুল ইসলাহ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশার, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী, সাধারণ সম্পাদক সজল কুমার দাস, সাংবাদিক আকতার হোসেন বকুল সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, বিজিবির প্রতিনিধি অনেকে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলায় আইন শৃংখলা বজায় রাখতে সকলকে সর্তক থাকার আহবান জানান। সেই সাথে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নো ম্যানস ল্যান্ডের ১৫০গজের মধ্যে কোন ব্যক্তি বিনা অনুমতিতে প্রবেশ করলে তাদের আইনের আওতায় আনতে বিজিবিকে কঠোর নির্দেশনা প্রদান করেন।