
জয়পুরহাট প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আদিবাসী সম্প্রদায়ের ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের লক্ষ্য জয়পুরহাটের পাঁচবিবিতে অর্ন্তভুক্ত ভোটার শিক্ষামূলক প্রকল্পের উদ্বোধন ও প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় পিপলস অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো) এর আয়োজনে উচাই আদিবাসী একাডেমীর কনফারেন্স রুমে অনুষ্ঠিত উদ্বোধন ও পরিচিত সভায় পামডো'র প্রতিষ্ঠাতা ডা. দ্বিজেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এম এ ওয়াহাব মিয়া।
পামডো'র প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা জুই আক্তার, জেলা গোয়েন্দা শাখার ওসি আসাদুজ্জামান আসাদ, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, আইএফইএস এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কানিজ ফাতেমা, স্বর্ণভূমি নির্বাহী পরিচালক সারাহ মারান্ডী, পামডো'র জিএম শাহাবুর রহমান প্রমুখ।
প্রকল্পটি ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম ও এফসিডি সিডা ও ইউ এর সহযোগিতায় " ইনক্লুসিভ ভোটার এডুকেশন" প্রকল্পটি সারাদেশে ১৩ টি বে- সরকারী সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রকল্পটির অধীনে জয়পুরহাট ও দিনাজপুর জেলায় বাস্তবায়ন করবে পামডো।