শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
মাদক নয় খেলা ধরো খেলাধুলায় জীবন গড়’ এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে তরুণদের উদ্বুদ্ধ করতে শহীদ জিয়ার কনিষ্ট পুত্র আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে উপজেলা পাঁচবিবি স্টেডিয়ামে রেলওয়ে কুলিপট্টি তরুণ সংঘের আয়োজনে টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।
পৌর ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক নাজমুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা দুলাল, উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুনুর রশিদ সজল, বিএনপি ৮ নং ওয়ার্ডের সাবেক সভাপতি সামছুজ্জামান সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ,আওলাই ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, থানা যুবদলের সাবেক আহবায়ক এস এম মাসুম মিয়া, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মারুফ হাসান রোমেল, অনেকে।
টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় গোল শুন্য থাকায় ট্রাইব্রেকারে পাঁচবিবি ফুটবল একাডেমি কে ২-১ গোলে রেলওয়ে কলতান শিল্প গোষ্ঠীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

Share This

COMMENTS