বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে আশার আলো সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে আশার আলো গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর (২০২৩-২৪) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১২ টায় আশার আলো গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর আয়োজনে বাগজানা আছিরিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন অত্র সমিতির সভাপতি মোনালিসা বেগম।
সমিতির ব্যবস্থাপক আবু তালেবের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোশাররফ হোসেন, জেলা সমবায় অফিসের পরিদর্শক মো. ওহিদুজ্জামান, সরেজমিন তদন্তকারী কর্মকর্তা বিধান কুমার সরকার, স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন, কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি নাজমা সদস্য বেগম, সদস্য ফুলো রানী, মুনসুর আলী, জোঁসনা রানী, শুকরা রানী প্রমুখ।
এর আগে সমিতির সাধারণ সম্পাদক শ্রী দিপঙ্কর অধিকারী সমিতির ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক পরিকল্পনা পেশ করেন।

Share This