পাঁচবিবিতে ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করার ভিশনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেল ৪ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগজানা ইউনিয়ন শাখার আয়োজনে বাগজানা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন জামায়াতের আমীর তৌফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. ফজলুর রহমান সাঈদ।
ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাহাদত হোসাঈন এবাদতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সূরা কমিটির অন্যতম সদস্য ও জেলা সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া মন্ডল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মো. আবু সুফিয়ান মুক্তার, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা শামসুল আলম সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের সভাপতি সেক্রেটারি বক্তব্য রাখেন ।