প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:১১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:২০ অপরাহ্ণ
পাঁচবিবিতে ইসকনের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি
উগ্রবাদী সংগঠন ইসকন ও সন্ত্রাসীদের হাতে চট্টগ্রামে নিহত এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যা এবং ভারতের আগরতলা বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার পাঁচবিবির সর্বস্তরের জনগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বাদ আসর বাইতুন নূর জামে মসজিদের উত্তর গেইট থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদিক্ষন করে তিনমাথায় সংক্ষিপ্ত এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়পুরহাট জেলা সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ,হাফেজ মাওলানা জামিল হোসেন, ইসলামী ছাত্র শিবির নেতা রুহুল আমিন, শিক্ষক হাফিজার রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল মাহমুদ আপেল, রাফিউল ইসলাম রুবেল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সকল প্রতিনিধি বৃন্দ।
Copyright © 2024 Daily Deshmaa. All rights reserved.