পাঁচবিবিতে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ এশা এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নিকড়দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পরিচালক মো. আমজাদ হোসেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে জনগণের আস্থা অর্জন করতে হলে তৃণমূল পর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীরা যদি একযোগে কাজ করেন তবে ইনশাআল্লাহ বিজয় আমাদের হাতের নাগালেই আসবে। তাই প্রত্যেক কর্মী ও দায়িত্বশীলকে এখন থেকেই ভোটারদের সাথে নিয়মিত যোগাযোগ, গণসংযোগ ও সংগঠনের কার্যক্রম জোরদার করতে হবে।”
তিনি আরও বলেন “জনগণ আজ ন্যায়ভিত্তিক নেতৃত্ব চায়। ইসলাম ও দেশের স্বার্থ রক্ষার জন্য, জুলুম-অবিচার ও দুর্নীতির অবসান ঘটাতে জামায়াতকে বিকল্প শক্তি হিসেবে দাঁড়াতে হবে। আমাদের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও কেন্দ্রে শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতে হবে এবং নির্বাচনের দিন পর্যন্ত নিরলসভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি মো. আবু সুফিয়ান মুক্তার, সহকারী সেক্রেটারী মো. আবু রায়হান, ইউনিয়ন আমীর মাওলানা মো. শহিদুল ইসলাম, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।