জয়পুরহাট প্রতিনিধি
জুলাই ২৪ গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডলের নেতৃত্বে বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে পাঁচবিবি থানা, পৌর বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে পাঁচমাথা হতে একটি বিশাল বিজয় র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পাঁচমাথায় এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওলাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।
উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, সাবেক সিনিয়র সহ সভাপতি বাবুল হোসেন, বিএনপি নেতা এনামুল হক, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান, বাগজানা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান বাবুল মহুরী, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক হামিদুর রহমান, বিএনপি নেতা রবিউল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা শামীম হোসেন, জবাইদুল ইসলাম, থানা যুবদলের সাবেক আহবায়ক মাসুম মন্ডল, থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ও কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. নুরুল্লাহ, ছাত্রনেতা মারুফ হাসান রোমেল প্রমুখ।