জয়পুরহাট প্রতিনিধি
জুলাই ২৪ গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডলের নেতৃত্বে বিশাল বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে পাঁচবিবি থানা ও পৌর বিএনপির আয়োজনে পাঁচবিবি রেলওয়ে ষ্টেশনের পূর্ব পাশ হতে ছাত্রনেতা শামীমের নেতৃত্বে একটি বিশাল র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে তিনমাথা চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক ও বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মাস্টার, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল, পৌর বিএনপির বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা দুলাল, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বিএনপি নেতা আব্দুর রহমান, বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব হাসান প্রমুখ।