শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে।  আজ সোমবার বেলা ৩টা থেকে কাঙ্খিত বৃষ্টি পড়তে শুরু করে পাঁচবিবিতে। এতে করে স্বস্তি ফিরে আসে মানুষের মাঝে।
এর আগে গত কয়েক দিন প্রচণ্ড তাপপ্রবাহের অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন ও প্রাণীকূল। এতে কৃষকরা তাদের আমন ধান আবাদের জন্য জমি প্রস্তুত করতে পারছিলেন না। শ্রমজীবী মানুষ রোজগারেও ভোগান্তিতে পড়েন। আজ এ স্বস্তির বৃষ্টির পর কিছুটা হলেও এসেছে প্রশান্তি।
উপজেলার বারোয়ারী কেন্দ্রীয় মন্দিরে পাশে পান দোকানদার সানোয়ার হোসেন অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, গত ১ সপ্তাহ ধরে তীব্র রোদ আর গরমে জীবন বিষিয়ে উঠেছিল। দোকানে বসে থাকা যাচ্ছিল না। আজ বৃষ্টিতে একটু স্বস্তি নেমে আসলো।
উপজেলার ধরঞ্জী গ্রামের কৃষক আজাদ আলী বলেন, বৃষ্টির অভাবে আমন ধানের বীজতলা রোপণ করতে পারছিলাম না। সেই সঙ্গে জমিও প্রস্তুত করতে পারছিলাম না। এ নিয়ে দুশ্চিন্তায় সময় পার করছিলাম।
পাঁচবিবি বাজারের পোল্ট্রি মুরগি বিক্রেতা রিপন আকন্দ বলেন, গত কয়েক দিনের প্রচণ্ড গরমে আমার ব্যবসা প্রতিষ্ঠানে দিনে অন্তত ৩-৪টি করে ব্রয়লার মুরগি মারা গেছে। এতে করে লোকশানের মুখে পড়ে গেছি। তবে আজ কিছুটা বৃষ্টি নামার পর জনজীবনের স্বস্তি নেমেছে।

Share This

COMMENTS