
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বসবাসরত অর্ধশত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্দেশ্যে এসব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জুয়েল রানা ও কার্য-সহকারী মো. ওসমান গনি।
শীত বস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন অবহেলিত তৃতীয় লিঙ্গের সদস্যরা। দীর্ঘদিন বৈষম্যের শিকার হলেও এবার তাদেরকে মনে রাখায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।