জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন শারদীয় দূর্গা পুঁজা উপলক্ষ্যে উপজেলা পুঁজা উদযাপন কমিটির নেতাদের সাথে পাঁচবিবি থানার প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় থানা পুলিশের আয়োজনে থানা চত্ত্বরে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি থানার নবাগত ওসি নিয়ামুল হক।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা। অন্যান্যদের বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ইমায়দুল জাহেদী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর বুলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেমেশ্বর মাহাতো, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনিল রায়, ভরত প্রসাদ গোয়ালা, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলীসহ বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতৃত্ববৃন্দ ।