প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ২:২৬ অপরাহ্ণ
পাঁচবিবিতে বিপুল পরিমাণ নকল সিনকারা সহ আটক ১
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে হামদার্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ এর শারিরিক, মানসিক ও জীবনী শক্তিবর্ধক ৪৫০ মি.লি. ১হাজার ৮০ পিচ নকল সিনকারা সহ রঞ্জুরুল ইসলাম (৩৮) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।
আজ সোমবার সকালে হামদার্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ পাঁচবিবি চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে নকল সিরাপ সহ তাকে আটক করা হয়। আটক রঞ্জুরুল ইসলাম ঐ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের অফিস সহায়ক হিসাবে কর্মরত ছিলেন।
হামদার্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশের পাঁচবিবি চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র সুত্রে জানা যায়, পাঁচবিবি হামদার্দের বিক্রয় কেন্দ্রে থেকে নকল সিনকারা বিক্রয় করা হচ্ছে হামদার্দের প্রধান কার্যালয় গোপন সূত্রে এমন অভিযোগ পায়। বিষয়টি অবহিত হওয়ার পর প্রধান কার্যালয় থেকে একটি তদন্ত টিম পাঁচবিবি চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে এসে তদন্তকালে এর সত্যতা পান। তারা একাজে পাঁচবিবি চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের অফিস সহায়ক রঞ্জুরুল ইসলাম বহিরাগত চক্রের সাথে যোগসাজস করে বিক্রয় কেন্দ্রের গুদাম থেকে আসল সিনকারা সিরাপ সরিয়ে সেখানে নকল সিনকারা সিরাপ রাখার বিষয়ে নিশ্চিত হন। এছাড়া অন্যান্য ঔষধও সরিয়ে ফেলেন বলে তদন্ত কমিটি বলেন। তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়ার পর হামদার্দ ল্যাবরেটরীজ বাংলাদেশ কোম্পানীর জোনাল ম্যানেজার হাসান ইমাম মোল্লাহ পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ রুন্জুরুলকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন ।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন, কোম্পানীর জোনাল ম্যানেজারের অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে নকল ঔষধ সহ তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2024 Daily Deshmaa. All rights reserved.