প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ণ
পাঁচবিবিতে বিভিন্ন বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
জয়পুরহাট প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে পাঁচবিবি উপজেলার বিভিন্ন বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে আজ সকালে উপজেলার কালিশা বধ্যভূমি, বালিঘাটা ইউনিয়নের কোকতারা বকুলতলা, আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর বধ্যভূমি ও ধরঞ্জী ইউনিয়নের নন্দইল আদিবাসী ভাস্কর্য শহীদদের স্বরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী,র্ অতিরিক্ত কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বীরমুক্তিযোদ্ধা হাফিজার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, থানার অফিসার ইনচার্জ কাওসার আলী, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী সহ আরো অনেকে।
Copyright © 2024 Daily Deshmaa. All rights reserved.