জয়পুরহাট প্রতিনিধি
"নারী-কন্যার সুরক্ষা করি, সহিষ্ণুতামুক্ত বিশ্ব গড়ি' প্রতিপাদ্য বিষয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্য আজ সোমবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ে উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হাই।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার রত্না, পআমডোর নির্বাহী পরিচালক হৈমন্তি সরকার, জয়িতা হিরা, শিক্ষার্থী মমো প্রমুখ। এর আগে একটি র্যালী ও মানববন্ধন উপজেলা চত্ত্বর প্রদিক্ষণ করে।