বুধবার, ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযানে অনুমোদন বিহীন ক্লিনিকে ৫০ হাজার জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযানে অনুমোদন বিহীন ক্লিনিক ও ব্যবস্থাপত্রে ডা. পদবী লেখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় পাঁচবিবি রুপালী সিনেমা হল সংলগ্ন রোকেয়া মঞ্জিলে যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন। এসময় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন বলেন, এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রী প্রাপ্তগণ ব্যতীত অন্য কেহ তাহাদের নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহার করিতে পারিবেনা।
কিন্তু প্রতিষ্ঠানটি এ আইন ভঙ্গ করায় মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরবর্তীতে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share This