মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেল পৌর ছাত্রদলের উদ্যোগে ও মহব্বতপুর পূর্ব মানিক তরুণ সংঘের আয়োজনে রাধাবাড়ী হেলাল মন্ডলের ইট ভাটা মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
বিশেষ অতিথি হিসেবে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক ছাত্রনেতা আবু তাহের, জনাবুর রহমান জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল ইসলাম আপেল, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার মাহমুদ, জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিপন প্রমুখ।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাংগাঠনিক সম্পাদক এ্যাড নাজমুল ইসলাম জনি এবং সঞ্চালনা করেন উপজেলা নবীন দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।
চুড়ান্ত খেলায় মহিপুর ক্রিকেট একাডেমী ও পুরানাপৈল ক্রিকেট দল অংশ গ্রহণ করেন।

Share This