বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অনুদান ও সনদ প্রদান

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাস্টারমাইন্ড একাডেমী স্কুলের ২০২৪ সালের বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের মাঝে অনুদান ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
এ উপলক্ষেে আজ বুধবার মাস্টারমাইন্ড একাডেমি স্কুলের আয়োজনে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত বৃত্তি অনুদান ও সার্টিফিকেট প্রদান সভাপতিত্ব করেন একাডেমির প্রধান শিক্ষক রেজাউল বাশার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি ডিগ্রী কলেজের সাবরক অধ্যক্ষ ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজ আলম লিটন, শাহনাজ বেগম, মিনহাজুল আবেদীন, জেসমিন আকতার, জাহানারা বেগম, বিপ্লবী সাহাতোন, সুনিল মাহাতো, আফিয়া জাহান প্রমুখ।
উল্লেখ্য যে, ২০২৪ সালে অত্র বিদ্যালয় থেকে ১৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ট্যালেন্টপুলে ১ জন সহ ৭জন উত্তীর্ণ হোন।

Share This