রবিবার, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টায় কেন্দ্রীয় বারোয়ারী মন্দির অঙ্গনে উপজেলা পুজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম। উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম ডালিম, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডল, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা অধ্যাপক পরিতোষ চন্দ্র ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সহ-সভাপতি ভরত প্রসাদ গোয়ালা, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক শ্রী জীবন কৃষ্ণ বাপ্পী ও পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস।
মহাবতার লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব নিয়ে আলোচনা করেন, অধ্যাপক সুর্দশন সরকার হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি নিশিপদ দাস প্রমুখ।
সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ও ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Share This

COMMENTS