জয়পুরহাট প্রতিনিধি
"স্কাউটিং করবো, সোনার বাংলা গড়ব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে ৫২ নং মুক্ত রোভার স্কাউট ও বয়েজ উদ্দিন আহমেদ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় বার্ষিক ডে-নাইট ক্যাম্প ' ২৫ এর উদ্বোধন করা হয়েছে ।
আজ শুক্রবার বিকেলে পাঁচবিবি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত তিন দিন ব্যাপি এ সমাবেশে সিনিয়র স্কাউট ও ক্যাম্প চীপ নাসরিন আকতার জুনের সভাপতিত্বে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা অতিরিক্ত প্রশাসক (শিক্ষা , আইসিটি ) জেসমিন নাহার ।
মুসারাত সুলতানা মুক্তার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমনা রিয়াজ, রাজশাহী বিভাগীয় অঞ্চলের উপপরিচাল (ট্রেইনার) সাহাদুল ইসলাম সাজু, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের , জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, উপজেলা স্কাউট সম্পাদক জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত সম্পাদক শফিকুল ইসলাম, হাকিপুর উপজেলা স্কাউট সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ ।