পাঁচবিবিতে ৩৬তম মরহুম ডা. বয়েন উদ্দিন সরকার স্মৃতি পুরস্কার বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি
শিক্ষার মান উন্নয়নে মরহুম ডা. বয়েন উদ্দিন সরকার স্মৃতি পুরস্কার বিতরণ আজ সোমবার সকাল ১১ টায় কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে মরহুম বয়েন উদ্দিন সরকার স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুল আলম, শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমান, শ্রী অর্পন চন্দ্র, কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শহিদুল ইসলাম ও রমজান আলী প্রমুখ।
উল্লেখ্য যে, ১৯৯০ সাল থেকে মরহুম ডা. বয়েন উদ্দিন সরকার স্মৃতি পুরস্কার চালু করা হয়। প্রতি বছর উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ নম্বর অর্জনকারী ১২জন শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।