জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় পাঁচবিবি প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল, ছাত্রনেতা সাইফুল ইসলাম বুলেট, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, সাবেক সভাপতি আব্দুল হাই ও আব্দুল হালিম সাবু প্রমুখ।
মতবিনিময় সভায় বিএনপি নেতা ফয়সল আলীম আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে পাঁচবিবি ও জয়পুরহাটের উন্নয়নে নিজের এবং বিএনপির পরিকল্পনার রোডম্যাপ তুলে ধরে বক্তব্য রাখেন।
পরে সাংবাদিকদের নিউজ প্রেরণের সুবিধার্থে ক্লাবের সভাপতি সম্পাদকের হাতে একটি ল্যাপটপ তুলে দেন।