পাঁচবিবি বিএম কলেজের অধ্যক্ষকে পুনঃবহালের দাবিতে স্মারকলিপি

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে নিয়োগ সংক্রান্ত জটিলতায় বরখাস্ত হওয়া বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএম) কলেজের অধ্যক্ষ শাহিনুর রহমান কে স্ব-পদে পুনঃবহালের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের কাছে বিএম কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী রাকিব সরদার, রকি সরদার, রিমন সরদার, রিপন সরদার, নিরব হাসান, পার্থ ও রনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ বলেন, আমি স্মারকলিপিটি গ্রহণ করেছি। এটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, অধ্যক্ষ শাহিনুর রহমান নিয়োগ সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে কলেজে বরখাস্ত অবস্থায় আছেন।