রবিবার, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবি সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ বুধবার সকালে উপজেলার কয়া সীমান্তের মেইন পিলার ২৮১/৫৪ এস সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশীদের বিজিবির নিকট হস্তান্তর করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১২আগস্ট) সন্ধ্যায় জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া সীমান্তের মেইন পিলার ২৮২/৪৩-এস থেকে ৮০০ গজ ভারতীয় অভ্যন্তরে ৫ বাংলাদেশীকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটককৃতরা হলেন খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের ছেলে মুরাদ মোড়ল(৩৪), সুরাদ মোড়লের স্ত্রী সাগরিকা বেগম(২৫), সরাদ মোড়লের ছেলে রমজান মোড়ল(৮), মুরাদ মোড়লের ছেলে মুসকান(৫) ও মেয়ে আমেনা (২)। তারা একই পরিবারের সদস্য।
বিজিবি আরো জানায়, তারা ২০২০ সালে ভারতের কেরেলা রাজ্যের এর্নাকুলাম নামক স্থানে একটি দোকানে দিন মজুরের কাজ করতে গিয়েছিলেন। অবৈধ দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।
জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর দৌলা, পিএসসি, জিও বলেন, “আটককৃতদের গ্রহণের পর প্রক্রিয়াগত ভাবে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করা হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে তাদের নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে”।

Share This